Sunday, February 25, 2024

বাড়ি ফেরা হলো না শিশু সাফওয়ানের

সাইফুল ইসলাম সাইফ :

বাড়ি ফেরা হলো না শিশু সাফওয়ানের।
চকরিয়া পৌরসভা এলাকায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে সাফওয়ানুল ইসলাম (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সে হাফেজখানার শিক্ষার্থী ছিলো।

শুক্রবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

শিশু সাফওয়ান উপজেলার পূর্ব বড়ভেওলা হদ্দাচোরা ২নং ওয়ার্ড এলাকার শিক্ষক সরওয়ার আলমের ছেলে।
বর্তমানে তারা চকরিয়া শহরের সবুজবাগ আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়- তারা বন্ধুরা মিলে চকরিয়া সরকারি হাইস্কুল মাঠে ফুটবল খেলা শেষে স্কুলের পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নামলে সাফওয়ান ডুবে যায়। আশপাশের মানুষেরা তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু সাফওয়ানের মা স্কুল শিক্ষিকা
সালেহা বেগম বলেন, কে জানত’ বাহির থেকে আমার কলিজার টুকরা বাড়িতে লাশ হয়ে ফিরবে । সাফওয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান,শিশুর সুরুতহাল রির্পোট তৈরি করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তানন্তর করা হয়েছে।শিশুটি তাঁর বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল স্কুল মাঠে।খেলা শেষে পাশের পুকুরে গোসল করতে নামলে তার মৃত্যু হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page