Tuesday, December 5, 2023

২০ মে থেকে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা

সানজীদুল আলম সজীব :

দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের প্রজনন বাড়াতে সাগরে মাছ ধরার ওপর ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি হচ্ছে। নিষেধাজ্ঞা কালীন সময়ে কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যলয়ে এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান, নিষেধাজ্ঞা কালীন জেলেদের চাল বিতরনসহ সরকারি বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এসময় জেলা প্রশাসক বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ মোখা উপকূলে আঘাত হানার আগেই জেলেদের কূলে ফিরে আসার পদক্ষেপ নিতে বোট মালিক সংশ্লিষ্টদের আহ্বান জানান।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান এ বছর জেলার ৬৩ হাজার ১৯৩ জেলের জন্য ৩৫৩৮.৮০৮ মে টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান।

এসময় মৎস্য ও বোট মালিক সংশ্লিষ্টরা তাদের নানা ধরণের দাবি দাওয়া তুলে ধরেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ