Thursday, February 29, 2024
spot_img

কুতুবদিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুতুবদিয়ার উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।

এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপকার ভোগী কৃষক কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, এ বছর উপজেলায় গম ১০ জন, সরিষা ৫০ জন, ভুট্টা ২০ জন, চিনাবাদাম ২০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার রাসায়নিক সারসহ সকল আধুনিক কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না, প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসতে হবে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page