Saturday, April 13, 2024

ঈদগাঁও আওয়ামী লীগের স্বাগত মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে ঈদগাঁওতে আনন্দ মিছিল করেছে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ক্যান্ডেল ৭১ এর সামনে থেকে শুরু করে পুরো বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তালেবের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা নওশাদ মাহমুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম বাবুল, সোহেল জাহান চৌধুরী, আহমেদ করিম সিকদার, পোকখালী আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন মেম্বার, ইসলামপুর সভাপতি মনজুর আলম, ছাত্রনেতা ইরফানুল করিম, রাহুল পাল প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা আবদু রাজ্জাক মেম্বার,ছৈয়দ আলী, হাসান আলী, শাহাজাহান চৌধুরী, সেলিম উল্লাহ সিরাজী, ইউছুপ নবী, নুরুল কবির গমসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বিএনপি জামাতের অবরোধের নামে নৈরাজ্য বন্ধ না করলে রাজপথে শক্ত হাতে মোকাবিলা করার হুশিয়ারি উচ্চারণ করেন।

এ ছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে জানিয়ে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট প্রদানের আহবান জানান।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page