নিজস্ব প্রতিবেদক:
প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের প্রতিনিধিদলের ১০ তারিখের বাংলাদেশ সফরের তারিখ পরিবর্তন হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারনে তাদের এ সফরের তারিখ পরিবর্তন হয়েছে বলে জানা গেছে। তবে এ মাসের মধ্যেই মিয়ানমার প্রতিনিধি দলের সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ৫ মে বাংলাদেশ সরকারের ৭ জন কর্মকর্তাসহ ২০ জন রোহিঙ্গা প্রতিনিধি দল মিয়ানমার সফর করে। সেখানে তারা মংডুর দক্ষিনাঞ্চলে বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে, যেখানে মিয়ানমারে ফিরে তাদের জন্যে আবাসন, নিরাপত্তাসহ অন্যান্য সেবা নিশ্চিত করা হবে। এদিকে একটি সূত্র বলছে, মিয়ানমার প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরই প্রত্যাবাসন শুরু হতে পারে।