Thursday, December 7, 2023

মারুফ আদনানের বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে আনীত অভিযোগের যাচাই শুরু করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মেতাবেক মারুফ আদনানের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। যার সদস্যরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি খাদিমুল বাশার জয়, রবিউল হাসান রানা,উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল,উপ আইন সম্পাদক আহসান হাবীব সজীব। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন প্রদানে জন্যে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে কক্সবাজার শহরের কলাতলীর একটি রেস্টুরেন্টে ৭ মাস খাবার খেয়ে বিল না দেয়ার অভিযোগ তোলে রেস্টুরেন্ট মালিক সাহাব উদ্দিন। এ বিষয়ে থানা অভিযোগ দায়ের করে রেস্টুরেন্ট মালিক সাহাব উদ্দিন।

এ নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। মারুফ আদনান এক বিবৃতিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবী করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ