Thursday, December 7, 2023

পর্যটন মেলার ৬ষ্ঠ দিনে কি কি থাকছে?

মুরাদ মাহমুদ চৌধুরী:

সোমবার পর্যটন মেলা ও বীচ কার্নিভালের ৬ষ্ঠ দিন। প্রতিদিনের ন্যায় এদিনও থাকছে নানান আয়োজন। সৈকতের লাবনী পয়েন্টে বিকেল ৪টায় থাকছে বীচ ভলিবল।

বিকেল ৫ টায় পর্যটক এবং পর্যটন আকর্ষণে নিরাপত্তা শির্ষক” সেমিনার।

এদিন সংগীত পরিবেশন করবে ময়মনসিংহের গীতিকা, ব্যান্ড ওআইজি,শফিক তুহিন, শফি মন্ডল।

সেই সাথে বিকেল থেকে কক্সবাজারের স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করবে। এছাড়াও অনুষ্ঠান শেষে থাকছে ডিজে শো।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ