Tuesday, December 5, 2023

অবশেষে পৌর প্রিপ্যার‍্যাটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাধ্যতামূলক ছুটিতে!

নিজস্ব প্রতিবেদক

অবশেষে কক্সবাজার পৌর প্রিপ্যার‍্যাটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিক কে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো পৌর কর্তৃপক্ষ। রবিবার পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিকের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের তদন্তের স্বার্থে তিন মাসের বাধ্যতামূলক ছুটি প্রদান করা হয়।একই আদেশে পৌরসভার চাকুরী বিধিমালা ১৯৯২ এর ৩৯(২) এর “ক” বিধিমালা ভঙ্গ করে মেয়র প্রার্থীর নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান, কর্তৃপক্ষকে না জানিয়ে সিনিয়র শিক্ষক গোলাম সরওয়ার শাহীন কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে বিভিন্ন দপ্তরে প্রেরণ,শিক্ষক,কর্মচারী ও অভিভাবকদের সাথে অশালীন আচরন, অবৈধ টাকা দাবী করার অভিযোগ তদন্তের স্বার্থে তিনমাসের বাধ্যতামূলক ছুটি প্রদান করা হয়। এর আগে প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিক কে উল্লেখিত অভিযোগের জবাব দিতে ৭ দিনের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী স্বাক্ষরিত অপর এক আদেশে সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতীম পালকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ