শাহেদ হোছাইন মুবিন :
টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক সমাগম হয়েছিলো। পর্যটকদের ভিড়ে শহরের রাস্তাঘাট, সমুদ্র সৈকত, বিপণীকেন্দ্র ছাড়াও শহরের বাইরের বিনোদন কেন্দ্রগুলো ছিল জমজমাট। হোটেল–মোটেলগুলোও ছিলো প্রায় পরিপূর্ণ বলে জানান হোটেল মালিকরা। একই সঙ্গে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল চলাকালীন থাকা–খাওয়া, যাতায়াত ও বিনোদনসহ অন্তত ১৫টি খাতে ছাড়ের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার ( ৩০ সেপ্টেম্বর ২০২৩ ইং) ছিলো তিনদিনের ছুটির শেষ দিন তাই পর্যটকরা ফিরছেন আপন গন্তব্যে। এরই মধ্যে শহরের বিভিন্ন স্থান যানজট তো আছেই, নতুন করে সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত তীব্র যানজট, আর টিকিট সংকটে চরম ভোগান্তিতে পড়ছেন তারা।
জানা যায়, সন্ধ্যা থেকে দূরপাল্লার এসি বাস কক্সবাজার ঢাকার টিকিট সংকট পড়েছে। এরইমধ্যে অনেক পর্যটক বাধ্য হয়ে নন এসি বাসের টিকিট সংগ্রহ করেছেন।
পর্যটকদের অভিযোগ, এসি (ইকোনো) বাসের টিকিট অন্য সময়ে ১২০০ টাকায় পাওয়া গেলেও আজ নেওয়া হচ্ছে ১৪শ থেকে ১৫শ টাকা।
একাধিক পরিবহনের ম্যানেজাররা বলেন, বাসের ক্যাপাসিটিও কম। বেশিরভাগ টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। যারা অগ্রিম টিকিট কেটেছেন তাদের বাস পেতে খুব একটা সমস্যা হচ্ছে না। এখন যারা আসছেন তারা টিকিট কেউ পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না।