শাহেদ হোছাইন মুবিন:
আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী মাবু দিন রাত ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করছে।
বৃহস্পতিবার সকালে পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবমেরিন ক্যাবল চৌধুরী পাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করে নৌকায় ভোট চান। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন এলাকাবাসী।
সেখানে মতবিনিময় সভা পরর্বতী মাহাবুব, এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাসসহ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান।
দুপুরে মাবু বৌদ্ধ পূর্নিমা উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মৈত্রী র্যালি পরবর্তী বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কুশল বিনিময় করে তাদের কাজ থেকে নৌকায় ভোট চান।
বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কক্সবাজার আওয়ামী যুব লীগের উদ্যোগে আয়োজিত নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে প্রস্তুুতি সভায় অংশ নেন মাহাবুব।
সভায় নেতাকর্মীরা যুব লীগের একমাত্র ঠিকানা নৌকা উল্লেখ করে দুর্দিনেন পরিক্ষিত জননেতা মাহাবুবের নৌকার বিজয় ছিনিয়ে আনতে যুব লীগের নেতাকর্মীদের একেকজনকে মাবু হয়ে নৌকার জন্য কাজ করার আহ্বান জানান।
এসময় নৌকার মেয়র প্রার্থী মাহাবুব বলেন, যুব লীগ প্রমাণ করেছে যুবলীগ ঐক্যবদ্ধ, নির্বাচিত হলে যুব লীগকে স্মার্ট যুবলীগ ও নেতাকর্মীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, তাই সকলকে আন্তরিকতার সাথে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য কাজ করতে অনুরোধ করেন।
পরে মাহাবুব মোহাজের পাড়ায় আসার খবরে এলাকাবাসী ফুল হাতে অপেক্ষা করেন। মাহাবুব আসলে এলাকাবাসি তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এবং নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে মোহাজের পাড়া।
এলাকাবাসিদের সাথে নিয়ে মোহাজের পাড়া,পূর্ব মোহাজের পাড়া এলাকায় পায়ে হেঁটে গনসংযোগ করেন। এসময় তাৎক্ষণিকভাবে এলাকাবাসির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে মাহাবুব বলেন, ঈদের শুভেচ্ছা জানাতে এসেছি ও প্রধানমন্ত্রী সালাম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং এলাকাবাসি কাছে দোয়াও চাই প্রধানমন্ত্রীর দেয়া নৌকা মার্কায় ভোটও চায়।
এসময় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।