Wednesday, December 6, 2023

৮ নং ওয়ার্ড নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত

শাহেদ হোছাইন মুবিন :

হঠাৎ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় বইল্যা পাড়া এলাকা।
সর্বস্তরের জনসাধারণের আয়োজনে নৌকা মার্কা বিজয় সুনিশ্চিত করার প্রস্তুতি সভা ৮ নং ওয়ার্ডে। আওয়ামী লীগ দলীয় নৌকার মেয়র প্রার্থী মাহবুব প্রস্তুতি সভায় আসলে তাকে ফুল দিয়ে এলাকাবাসী বরণ করে নেন।

বুধবার সন্ধ্যায় আয়োজিত প্রস্তুতি সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে মুসলিম হিন্দু বৌদ্ধ রাখাইন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে। এ যেন এক সম্প্রীতি সমাবেশ।

এসময় মাহাবুব উড়ে এসে জুড়ে বসে নাই উল্লেখ করে বক্তারা বলেন, ৮ নং ওয়ার্ড নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত, মাহাবুব জনবান্ধব নেতা তাই প্রধানমন্ত্রীও এই নেতাকে নৌকা দিয়েছেন তাই সকলেই ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেওয়ার অঙ্গিকার করে এবং কোনো ভুল প্রার্থীকে ভোট না দেয়ার আহবান জানান।

সভায় মাহাবুব বলেন, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে বইল্যা পাড়া এলাকায় উন্নয়ন শুরু করা হবে।

 

একইদিন সন্ধ্যায় সাবেক জেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম বাবুল ও শহিদুল ইসলাম খোকনের গর্ভধারিণী মায়ের জানাযায় অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানান মেয়র প্রার্থী মাহাবুব।

এর আগে কক্সবাজার পৌর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে প্রস্তুুতি সভায় অংশ নেন মাহাবুব।
এছাড়াও বিভিন্ন এলাকায় পৌরবাসির সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ