শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও থেকে আনোয়ার হোসেন নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
২ এপ্রিল রাতে তাকে ঈদগাঁও বাসস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী এলাকার ফোরকান আহমেদের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা, আনোয়ারের বিরুদ্ধে সিআর ৪৪/২৩ মামলার ৫ মাসের সাজা প্রাপ্ত। তাকে পুলিশ কয়েকবার গ্রেফতারের চেষ্টা চালায়, বারবার স্থান পরিবর্তন করায় আটক করা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনাকারী উপ পরিদর্শক (এসআই) মোঃ জুয়েল সরকার জানান, গ্রেফতারকৃত আসামী আনোয়ারের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ৫ মাসের দন্ড প্রাপ্ত আসামি।
আদালতের প্রেরণ করা হয়েছে বলে জানায় ঈদগাঁও থানা পুলিশ।