সানজীদুল আলম সজীব:
আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো মাহবুবুর রহমান চৌধুরী তথা নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান।
এসময় নেতৃবৃন্দ বলেন নৌকা এবং শেখ হাসিনার বাইরে গিয়ে রাজনীতি করবে এমন কোন করো দুঃসাহস হয় নি। প্রধানমন্ত্রী যাকেই নৌকা প্রতীক দিয়েছেন তাকে জয়ী করার জন্য পৌর সভার ১২ টি ওয়ার্ডের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
এসময় নৌকার মেয়র প্রার্থী মো মাহবুবুর রহমান চৌধুরী মাবু বলেন, ১৯৮৫ সাল থেকে ছাত্রলীগের হয়ে রাজনৈতিক জীবন শুরু হয়েছিল তার। আর আজকের ছাত্রলীগই পৌরসভায় নৌকার বিজয় সুনিশ্চিত করে প্রধানমন্ত্রীকে সম্মানিত করবে।
এসময় পৌর ছাত্রলীগের ১২ টি ওয়ার্ড সহ জেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।