Wednesday, December 6, 2023

এসএসসি: কক্সবাজারে ৭ পরিক্ষার্থী বহিস্কার,অনুপস্থিত ৩৯৯ জন

সিয়াম সোহেল :

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ইংরেজি ১ম পত্র বিষয়ের উপর তৃতীয় পরীক্ষা শেষ হয়েছে। তৃতীয় দিনেই কক্সবাজারে ৪ মাদ্রাসা শিক্ষার্থীসহ ৭ জন বহিস্কার হয়েছে। যার মধ্যে ৩ জন (ছাত্র) এসএসসি এবং ৩ জন ছাত্রী এবং ১জন ছাত্র দাখিল পরিক্ষার্থী। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বহিস্কার করা হয়। অনুপস্থিত ছিলো ৩৯৯ জন শিক্ষার্থী। যার মধ্যে এসএসসিতে ৩৩৬ জন, দাখিলে ৬০ জন ও কারিগরিতে ৩ জন।

বুধবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
এসব তথ্য জানানো হয়।

বুধবার দুপুরে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা জানান ইংরেজি পরিক্ষায় অনেকটা ভয়ের কারণ থাকলেও প্রশ্ন সহজ হওয়াতে অনেকটা স্বস্তি পেয়েছেন। তবে সরকারি বালক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন যারা পড়াশুনা করেছেন সবাই পূর্ণমান উত্তর লিখতে পেরেছেন পরিক্ষার খাতায়। সবাই ভালো ফলাফল প্রত্যাশি।

কক্সবাজার জেলায় ৫১টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষায় মধ্যে এসএসসি সাধারণ পরীক্ষা কেন্দ্র ৩০ টি, দাখিলে ১৩ টি এবং কারিগরিতে ৮ টি। অংশ নিতে যাওয়া ৩২ হাজার ২শ ৭৩ জন শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ২৩ হাজার ২ শ ৩৪ জন, দাখিলে ৭ হাজার ২শ ৫০ জন এবং কারিগরিতে ১ হাজার ৩শ ৮৯ জন অংশ নিয়েছে।

এ বছর পরীক্ষা শেষ হবে ২৩ মে। এছাড়াও ব্যবহারিক পরীক্ষা চলবে ২৪ থেকে ৩০ মে পর্যন্ত। সময়সূচি অনুযায়ী প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১ টায়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ