আব্দুর রশিদ মানিক:
মহান মে দিবস স্মরণে শ্রমিক সমাবেশ করেছে কক্সবাজার সদর মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন। কক্সবাজার সদর মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কক্সবাজারের যুগ্ম আহ্বায়ক করিম উল্লাহ কলিম।
এসময় তিনি বলেন, জেলেরা যতদিন সাগরে যায় ততদিন বোট মালিকরা জেলেদের খবর রাখে। সাগরে মাছ ধরা বন্ধ থাকলে বোট মালিকরা খবরও রাখে না জেলেদের। এছাড়া সরকার হাজার কোটি টাকা রাজস্ব নিলেও জেলেদের সামন্য চাল ছাড়া আর সহযোগিতা করে না।
এসময় সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইয়াকুব বলেন, সরকার মাছধরা বন্ধের সময় সময় সামান্য চাল দেয়। এতে জেলেদের তেমন কোন লাভ হয় না। চালের পাশাপাশি আর্থিক সহায়তা দানের আহ্বান জানান তিনি। এছাড়া চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা দানেরও আহবান জানান তিনি।
এসময় সংগীত পরিবেশন করেন উদিচী কক্সবাজার সংসদের শিল্পীরা। এসময় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ সহ নানান শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।