Monday, December 4, 2023

শুভেচ্ছা বিনিময় করতে ভোটারদের দ্বারে দ্বারে মাবাবুব

শাহেদ হোছাইন মুবিন :

কক্সবাজার পৌরসভা নির্বাচনের ভোটের দিন যতই ঘনিয়ে আসছে মাহবুবুর রহমান চৌধুরী মাবুর নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের লাল দীঘির পাড় এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক মতবিনিময় সভায় অংশ নেন মাহবুব। এসময় সেখানে মাহবুব ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয়রা।

বক্তব্যকালে ৩ নং ওয়ার্ডবাসিকে কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান মাহাবুব।

এসময় মাহাবুব কে পরিক্ষিত জনপ্রতিনিধি উল্লেখ করে এক বিন্দু রক্ত থাকতেও তাকে ছাড়া অন্য কাউকে ভোট দেবে না বলে জানান বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমেদসহ অন্যরা।

এর আগে বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন। তাই শেখ হাসিনার সম্মান রক্ষা করার দায়িত্ব সবার। সবাইকে ভেদাভেদ ভুলে নৌকার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ করেন।

সভায় আওয়ামী লীগ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ