সানজিদুল আলম সজীব:
আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র পদপ্রার্থী মো মাহবুবুর রহমান চৌধুরীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি সভা কক্সবাজার জেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড সিরাজুল মোস্তফা।
এসময় নেতৃবৃন্দ পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ভুল ভ্রান্তির উর্ধ্বে উঠে নৌকাকে বিজয়ী করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান নৌকার প্রার্থী মো: মাহবুবুর রহমান।
এসময় ব্যক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতিমা আহমেদ, আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ চৌধুরী , মুক্তিযুদ্ধা নুরুল আবছার সহ পৌর আওয়ামী লীগ , যুবলীগ ,কৃষকলীগ , তাতীলীগ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।