Tuesday, December 5, 2023

টিটিএনে সংবাদ প্রচার : উখিয়ার ৪০০ পরীক্ষার্থীর জন্য ফ্যানের ব্যবস্থা করলো কেন্দ্র কর্তৃপক্ষ

শামীমুল ইসলাম ফয়সাল, উখিয়া :

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নির্মাণাধীন ভবনের ৪০০ পরীক্ষার্থীর জন্য বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালীন সরেজমিনে গিয়ে দেখা যায় নির্মাণধীন ভবনের ১২ টি কক্ষে বিদ্যুৎ সংযোগ দিয়ে যুক্ত করা হয়েছে পাখা।

তীব্র গরমে স্বস্তিতে পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা।

উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জাহান চৌধুরী জানান, প্রথম পরীক্ষার দিন গরমের ভোগান্তিতে থাকা শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেয়ার পরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়ন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

গত রোববার টিটিএনে ৪০০ পরীক্ষার্থীর দুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। ফলশ্রুতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে কেন্দ্র কতৃপক্ষ তৎপর হয়। উদ্যোগটি বাস্তবায়ন হওয়ায় কেন্দ্র ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দের ধন্যবাদ জানানোর পাশাপাশি টিটিএনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে অভিভাবক মহল।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ