Monday, February 26, 2024

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করলো স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম

শাহেদ হোছাইন মুবিন:
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৯৩ বিধবা নারীর মাঝে ১৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও  সদ্য সমাপ্ত জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের সভাপতি প্রার্থী মোঃ  রুস্তম আলী চৌধুরী।

সোমবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সারাদেশে মানুষের পাশে আছে এবং কল্যাণ মূলক কাজ করছেন, তারই অংশ হিসেবে এই ক্ষুদ্র প্রয়াস।

বাড়িতে চাউল নেই এমন পরিস্থিতিতে ১৫ দিনের খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা বিধবা নারীরা।

পরে সেখানে জাতির পিতা ও তার সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতারা, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার অবদানের কথা স্মরণ করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page