শাহেদ হোছাইন মুবিন:
১২ই জুন অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মাবু জনগণের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা, কুশল বিনিময়, ভোট ও দোয়া চেয়েছেন । এসময় পৌরবাসীও তাকে সাদরে বরণ করে নেয়।
সোমবার সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কক্সবাজার দিনমজুর ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে অংশ নেন মাহাবুব। এসময় তিনি নির্বাচিত হলে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন।
একইদিন দুপুরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মে দিবস উপলক্ষে মেহনতি শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করেন মাহাবুব।
বিকেলে আসরের নামাজ আদায় করেন পৌরসভার ১০নং ওয়ার্ডের বাহার ছড়া জামে মসজিদে এ সময় তিনি মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্যকালে দোয়া ও নৌকা প্রতিকে ভোট চান।
পরে বাহারছড়া বাজার ও ১১নং ওয়ার্ড এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এলাকাবাসী মাহাবুবকে নৌকা ও ফুল দিয়ে বরণ করে নেয় এবং তাৎক্ষনিক এক সমাবেশের আয়োজন করে এলাকাবাসী।
এতে কক্সবাজার পৌরসভার ৪ বারের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল আবছার, সাংবাদিক মুহম্মদ আলী জিন্নাত, সমাজকর্মী জহিরুল ইসলাম কাজল, জাসদ নেতা মোহাম্মদ হোসাইন মাসু, জেলা আওয়ামীলীগ নেতা খোরশেদ আলমসহ অনেকেই অংশ নেয়।
এসময় মাহাবুব জনগণের ভালোবাসা পেয়ে নির্বাচিত হলে পৌরবাসির গোলাম এবং খাদেম হিসেবে থাকবে বলে জানান।
এরপর সন্ধ্যায় দক্ষিণ রুমালিয়ার ছড়া, সমিতি বাজার এলাকায় পৌঁছালে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সমিতি বাজারে এক মতবিনিময় সভা অংশ নেন। এসময় মাহাবুব নির্বাচিত হলে অবহেলিত সমিতির বাজারসহ দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেন ।
এছাড়াও ১১নং ওয়ার্ডের জেলা রেজিস্ট্রার অফিস সংলগ্ন কবরস্থান পাড়া এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা ও কুশন বিনিময় করেন মাহাবুব। এতে শত শত আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।