শাহেদ হোছাইন মুবিন :
কক্সবাজার পৌরসভার তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে মাঠে সক্রিয় রয়েছেন মাহবুবুর রহমান চৌধুরী মাবু।
শনিবার বিকেলে পৌরসভার লাইট হাউস এলাকায় লাইট হাউস জামে মসজিদে নামাজ আদায় করে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাহাবুব। পরে এলাকাবাসী তাঁকে নৌকা উপহার দিয়ে বরণ করেন নেন । এসময় তিনি সবাইকে সাথে নিয়ে এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন ও নৌকার জন্য ভোট চান।
সন্ধ্যায় পৌরসভায় আদর্শ গ্রামে যান মাহাবুব । সেখানে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় সভায় অংশ নেন। এতে এলাকার মানুষ তাঁকে নানা সমস্যার কথা তুলে ধরেন। জবাবে নৌকার প্রার্থী বলেন, নির্বাচিত হলে এলাকার সকল সমস্যা সমাধান ও পৌরসভার কোন অসচ্ছল মানুষ মৃত্যু বরণ করলে দাফন কাফনসহ সমস্ত খরচ বহন করবে পৌরসভা এবং পাশাপাশি সকল মসজিদের ইমামদের বেতন দেওয়ার আশ্বাস দেন।
এলাকাবাসী জানান, পৌরসভার উন্নয়নে অবদান রাখবেন এমন প্রার্থীকে ভোট দিবেন বলে জানায় ভোটাররা।
এদিকে নির্বাচন কমিশনের নির্দেশের প্রতি সম্মান জানিয়ে মাহাবুব তার সকল পোস্টার ব্যানার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন এবং কর্মী সমর্থকদের এ নির্দেশনা দেন। এরপর থেকে শহরের বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ব্যানার সরিয়ে নিয়েছে মাহাবুবুর রহমানের সমর্থকেরা।