নিজস্ব প্রতিবেদক:
চৌফলদন্ডী ইউনিয়নে জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে শনিবার ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কৃষি জমির টপ সয়েল কাটার গোপন সংবাদের ভিত্তিতে ভ ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায় ।
টপ সয়েল কাটার কাজে নিয়োজিতরা ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি পিকআপ (ডাম্পার) জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিন্মায় রাখা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, টপ সয়েল, পাহাড় কাটা, বালি উত্তোলনের বিরুদ্ধে বিরুদ্ধে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে।