Tuesday, December 5, 2023

জেলা যুবলীগ সা, সম্পাদক সোহেল কে শো কজ: যা বললেন কেন্দ্রীয় যুবলীগ সাধারন সম্পাদক

নিজস্ব প্রতিবেদক :

দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ।

গত রবিবার ৪ জুন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কারণ দর্শানো নোটিশে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশ অমান্য করে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর হয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

এছাড়াও গঠনতন্ত্রের (২২) ক ধারা মোতাবেক শহীদুল হক সোহেলকে তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বরাবর লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হাসান খান বলেন, দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে গত রবিবার ৪ জুন কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ