টিটিএন ডেস্ক :
চলমান তাপপ্রবাহে তাপ কমাতে রাজধানীতে কাজ শুরু করেছেন দেশের প্রথম হিট অফিসার বুশরা আফরিন।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে তিনি একটি গাছ লাগিয়ে তার কর্মযজ্ঞ শুরু করেন।
তাপমাত্রা কমিয়ে আনার পরিকল্পনা নিয়ে বুশরা আফরিন জানান, প্রথম ধাপে গাছ লাগিয়ে আমরা শুরু করলাম। আমি জানি রাতারাতি এই সমস্য সমাধান করা যাবে না। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে আমরা গাছ লাগানো শুরু করেছি। গাছ আমাদের দূষণ, ছায়া দেওয়া, তাপ কমানো, কার্বণ ডাই-অক্সাইড শোষণ করে উপকৃত করবে।
তিনি আরও বলেন, গাছ লাগানো ছাড়া আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। যা আমরা এখনো অফিসিয়ালি রিলিজ করিনি। কুলিং সেন্টার, ওয়াটার এক্সেসেবিলিট, সড়কে সড়কে কুল জোন করার চিন্তাভাবনা রয়েছে।