নোমান অরুপ, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর কেওড়া বাগানে অভিযান চালিয়ে ২.১১২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মো. মেহেদী হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
মো. মেহেদী টেকনাফ পৌরসভার খাংকার পাড়া এলাকার বাসিন্দা।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, আজ মঙ্গলবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের আলু গোলা সংলগ্ন নাফনদ এলাকা কেওড়া বাগান থেকে মাদকগুলো উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, নাফ নদ হয়ে সাবরাং আলু গোলা এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হবে এমন সংবাদে বিজিবির দুটি টহলদল সীমান্তের ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় নাফ নদের কিনারায় এক ব্যক্তি ঘুরাফেরা সময় তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে কেওড়া বাগানের ভেতর থেকে একটি কালো পলিথিন উদ্ধার করা হয়। পরে ওই পলিথিন থেকে তল্লাশি করে ২.১১২ কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।
তিনি আরও বলেন, ক্রিস্টাল মেথ আইসসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।