বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান আলোচনায় প্রত্যাবাসনে রাজি হওয়া চার পরিবারের ২৩ রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা বন্ধ করেছে জাতিসংঘের শরাণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সোমবার সকাল থেকে ইউএনএইচসিআর তাদের আর খাদ্য সহায়তা দিচ্ছে না বলে জানা গেছে।
এপ্রসঙ্গে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, “পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসনে রাজি হওয়া চার পরিবারের ২৩ সদস্য কে সোমবার সকাল খাদ্য দেওয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কী কারণে বন্ধ করা হয়েছে সে সম্পর্কে ইউএনএইচসিআর কিছু জানায় নি।”
জাতিসংঘের শরণার্থী সংস্থা এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও কক্সবাজার অফিসের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবার এবিষয়ে সংস্থাটির পক্ষে গণমাধ্যমে জানানো হবে।
প্রত্যাবাসনে স্বেচ্ছায় সম্মতি দেওয়া চার রোহিঙ্গা পরিবার বর্তমানে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে অবস্থান করছে।