Tuesday, December 5, 2023

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় বদলির দাবিতে সংবাদ সম্মেলন

সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন দত্তের বিরুদ্ধে অভিযোগের পাহাড় উল্লেখ করে এ কর্মকর্তাকে বদলির দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার কাউছার উদ্দীন কছির এবং জায়েদ ইবনে এমরান নামে এক ছাত্র।

অভিযোগগুলো হলো-আদালত অবমাননা,স্বাস্থ্য সেবায় দুর্নীতি,টেন্ডারে অনিয়ম,সরকারি দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যু,স্বজন প্রীতি, বকেয়া বিল পরিশোধ।

রবিবার (৪) জুন সকালে উপজেলা যুবলীগের থানা সেন্টারস্থ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবলীগের সম্পাদক কছির বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সারাদেশে স্বাস্থ্য সেবায় ব্যাপক পরিবর্তন আনলেও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ তার ব্যতিক্রম।এই সরকারি হাসপাতালে মানুষ তার কাঙ্খিত সেবা পাচ্ছে না।প্রতিনিয়ত রোগীদের প্রতি অবহেলা অযত্ন করা হচ্ছে।

তিঁনি আরো বলেন,২০,২১ ও ২১,২২ অর্থ বছরে রোগীদের মাঝে খাদ্য সামগ্রী সরবরাহের প্রায় ২৫ লাখ টাকার বিল দীর্ঘদিন ধরে কতৃপক্ষ বকেয়া রেখে দেয়। যা অদ্যাবদি পরিশোধ করা হয়নি।এ বকেয়া বিল চাইতে গেলে বরাদ্দ আনার কথা বলে তাঁর কাছ থেকে বেশ কয়েক বার মোটা অংকের টাকা আদায় করেন।উক্ত বিল পরিশোধ না করে চলতি অর্থ বছরে পুনঃরায় নতুন টেন্ডার আহবান করেন।ডাক্তার শোভন দত্তের
মনোনীত ঠিকাদারের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে অন্যায়ভাবে ঠিকাদার নির্বাচিত করেন।যুবলীগের এই নেতা আরো বলেন,চিকিৎসা সেবায় অবহেলা, দুর্নীতি প্রতিবাদ ও পাওনা বকেয়া টাকা চাইতে গেলে তথ্যপ্রযুক্তির মামলা দিবে এবং আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে পৌরসভা ৮নং ওয়ার্ড এলাকার জায়েদ ইবনে এমরান নামে এক ছাত্র বলেন,পেট ব্যাথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার ভাই ফোরকানুল ইসলাম ভর্তি হয়।দীর্ঘ তিন দিন চিকিৎসা নেওয়ার পরেও হাসপাতালের অবহেলা অব্যবস্থাপনায় তিনি সুস্থ হননি।বিষয়টি ডাক্তার শোভন দত্তকে পায়ে ধরে বলি তারপরও তিনি ব্যবস্থা নেননি।

পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ্যাপাডেসাইটিস ভার্ষ্ট হয়ে তার মৃত্যু হয়।চিকিৎসার অবহেলায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন দত্তের শাস্তি ও দ্রুত বদলির দাবি করেন।এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন দত্ত বলেন,আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে।তদন্তে সত্য প্রমানিত হলে যা ব্যবস্থা গ্রহন করব।

এদিকে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে শোভন দত্ত সহ হাসপাতালের কয়েকজন নার্সদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে মো: এমরান অভিযোগকারী হয়ে অভিযোগ জমা দিয়েছেন।

সংসদ সম্মেলনে চকরিয়া পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল হামিদ,যুবলীগ নেতা আলমগীর সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ