মুরাদ মাহমুদ চৌধুরী:
কক্সবাজার পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদের নগদ টাকা রয়েছে ৫৫,৮০,১৩৯টাকা। বিপরীতে নৌকার মেয়র প্রার্থী মাহবুহুর রহমান চৌধুরীর নগদ টাকার পরিমাণ ৩,৮৭,৪৪৬টাকা।
মাসেদুল হক রাশেদের বাৎসরিক আয় ২২,১০,০৬৮টাকা। অন্যদিকে মাহবুবের বাৎসরিক আয় ১৯,৮০,২১২টাকা।
নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উঠে এসেছে। যেখানে উল্লেখ করা হয়েছে রাশেদের স্থাবর সম্পত্তি ১১লক্ষ টাকা মূল্যের কৃষি জমি, ৫,১৮,৩৮,০০০ টাকার অকৃষি জমি। অন্যদিকে মাহবুবের রয়েছে ৬৬,৬৬,৫৮২টাকা মূল্যের ৯.৪৩একর অকৃষি জমি।
এছাড়াও রাশেদের ৩টি গাড়ি,৫ ভরি সর্ণ, ৪০,০০০ টাকার আসবাবপত্র, ডেইরি ফার্মে বিনিয়োগকৃত ৫০লক্ষ টাকা এবং ব্যবসায়ীক মূলধন ৭৫,৯৮,৩৪১টাকা বলে হলফনামায় উল্লেখ আছে।
অন্যদিকে নোকার প্রার্থী মাহবুবের রয়েছে ১,১০,০০০ হাজার সঞ্চয়, ৭৫,০০০ হাজার টাকা মূল্যের ৫ভরি সর্ণ, ১ লক্ষ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ১ লক্ষ টাকার আসবাবপত্র এবং অন্যনায় ব্যবসায় পূজি ৭৭,৩৪,৭১৫টাকা। এদিকে মাহবুবের কোনো ঋণ ও দায়দেনা না থাকলেও পূবালী ব্যাংকে রাশেদের নামে ৫৭,৭৫,০০০ এবং একই ব্যাংক থেকে তার স্ত্রী জুসনা হকের নামে নেয়া ঋণের পরিমাণ ৩৯,৪,০০০ টাকা।
হলফনামায় রাশেদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বলে উল্লেখ করেছেন। অন্যদিকে মাহবুব লিখেছেন স্বশিক্ষিত।