নিজস্ব প্রতিবেদক:
তীব্র গরমের কারনে দেশের সকল প্রাইমারী স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার এক প্রজ্ঞাপনে ৮ জুন পর্যন্ত সকল প্রাইমারী স্কুল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত জানানো হয়েছে।
দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজার জেলার সকল প্রাইমারী স্কুল বন্ধ রাখা হবে। রবিবার বিকেল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানা গেছে।
এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন টি হাতে পেয়েছে এবং ইতোমধ্যে তা বাস্তবায়নে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা।
তিনি জানান,সকল প্রাইমারী স্কুল বন্ধ থাকবে ৮ জুন পর্যন্ত। তীব্র তাপদাহের কারনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকারি প্রজ্ঞাপনের বরাতে তিনি জানান।
তবে উচ্চবিদ্যালয় বা কলেজ বন্ধ করা হবে কি না এ বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি বলেও জানান তাপ্তি চাকমা। ৫ জুন থেকে কার্যকর হবে প্রাইমারি স্কুল বন্ধের সিদ্ধান্ত, যা চলবে ৮ জুন পযন্ত।
অন্যদিকে ৯ ও ১০ জুন হলো শুক্র ও শনিবার, সাপ্তাহিক ছুটির দিন। ফলে টানা ৬ দিন বন্ধ থাকবে দেশের সকল প্রাইমারী স্কুল।