Wednesday, December 6, 2023

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রার্থীদের

আব্দুর রশিদ মানিক:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে হাত রেখে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে এমন অভিযোগ কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমানের।

নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান মাবু অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাশেদুল হক রাশেদের ভাই শাহীনুল হক মার্শাল নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রকাশ্যে জেলা পরিষদের চেক বিতরণ করছেন। যা দিয়ে প্রভাবিত করা হচ্ছে ভোটারদের।

অন্যান্য কাউন্সিলর এবং নারী কাউন্সিলর পদপ্রার্থীরাও জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেনা, পোস্টার লাগানো, মাইকিং করাসহ নানান বে আইনী কর্মকাণ্ড চালাচ্ছে বেশ কয়েকজন প্রার্থী।

এছাড়া ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে কমিশনের কাছে এটিও প্রত্যাশা করেন প্রার্থীরা।

শনিবার সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনারকে এসব অভিযোগ করেন তারা।

তাছাড়া সুষ্ঠু ভোটের প্রত্যাশায় অন্যান মেয়র প্রার্থীরা নানান দাবী জানান।

এসব অভিযোগ শুনে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কক্সবাজারবাসীকে উপহার দেওয়া হবে।

এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীতা বাতিল করা হবে বলে হুঁশিয়ারিও দেন নির্বাচন কমিশনার।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ