Thursday, May 23, 2024

উপজেলা চেয়ারম্যানের জমায়েত লক্ষ্য করে বদির ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনকে ঘিরে উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের জমায়েতকে লক্ষ্য করে ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২মে) রাতে হোয়াইক্ষং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নুরুল আলম চেয়ারম্যান বলেন, যেহেতু আমি নির্বাচন করছি সেহেতু আজ কম্বোনিয়া পাড়া এবং হোয়াইক্ষ্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ায় মুরুব্বি এবং মেম্বারদের সাথে আমার একটি আলোচনা সভা ছিল। সেখানে হঠাৎ সাবেক এমপি বদি ও জাফর চেয়ারম্যানসহ ২০-৩০ জন লোক আমাদের পাশে এসে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে।

আব্দুর রহমান বদি নিজেই তার পিস্তল দিয়ে গুলি করেছেন বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।

নুরুল আলম বলেন, আমি এই মূহুর্তে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে যাচ্ছি।

এই বিষয়ে জানতে সাবেক এমপি বদির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে যার সাথে থেকে আব্দুর রহমান বদি গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে সেই প্রার্থী জাফর আলমের সাথে কথা হয় মুঠোফোনে। তিনি জানান, বদি ভাই আমার সাথে ছিলো তো। এধরণের কিছু হয়নি। তার (নুরুল আলম) ভাই নুরুল বশর জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে বদি ভাইয়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। এটিও এমন একটি কুৎসা বলে জানান জাফর আলম।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page