Wednesday, May 29, 2024

কক্সবাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর প্রেসিডেন্ট আব্দুস সবুর এমপি সংবর্ধিত

টিটিএন ডেস্ক:

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার মো: আবদুস সবুর কে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কক্সবাজার উপকেন্দ্রের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে হোটেল শৈবাল হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কক্সবাজার উপকেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বদিউল আলমের সভাপতিত্বে ও সম্পাদক ইঞ্জিনিয়ার মো শাহাজাহান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রকৌশলীদের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দাবিদাওয়া উত্থাপন করা হয়।

এসময় দেশের সামগ্রিক উন্নয়নে সমাজে সব শ্রেণির মানুষকে সাথে নিয়ে কাজ করতে প্রকৌশলীদের আহ্বান জানান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: আবদুস সবুর এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক , আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা। অনুষ্ঠানে কক্সবাজারে কর্মরত বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page