Thursday, December 7, 2023

মাতারবাড়ি থেকে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

কাব্য সৌরভ, মহেশখালী:

মহেশখালীর মাতারবাড়ি থেকে অভিযান চালিয়ে ডাকাত নাছির (৩৩) কে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) ভোরে মাতারবাড়ি রাঙ্গাখালী মইন্যার ঘোনা নামক এলাকার, খামার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে, মাতারবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক (এস.আই) ইমরান হোসেনের নেতৃত্ব একদল পুলিশ অভিযান চালিয়ে নাছিরকে আটক করে।

এসময় তার কাছ থেকে দুইটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি কিরিচ উদ্ধার করা হয় বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

তিনি আরও জানান, আটক নাছির একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও পুলিশকে আক্রান্ত মামলাসহ পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আটক নাছিরের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আটক নাছির মাতারবাড়ি মাইজপাড়া এলাকার আবু ছৈয়দের পুত্র। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানায় স্থানীয়রা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ