Thursday, December 7, 2023

সরকারি ব্যয়ে উড়োজাহাজের প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ নয়

টিটিএন ডেস্ক :

করোনা মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় কমানোর আরেকটি উদ্যোগ হিসেবে সরকারি খরচে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপে বুধবার (৩১ মে) সই করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

এর আগে, সরকার কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর একটি ছিল সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ সীমিত করা।

অর্থ বিভাগের এক আদেশে গত ৯ নভেম্বর বলা হয়, সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

অর্থ বিভাগের পক্ষ থেকে গত মার্চে আরেকটি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন অংশের বরাদ্দ শতভাগ ব্যয় করা যাবে। তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ খাতে বরাদ্দের ৭৫ শতাংশ ও জ্বালানি খাতে ৮০ শতাংশ ব্যয় করা যাবে। উন্নয়ন বাজেটের আওতায় নতুন গাড়ি কেনা যাবে না।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ