Tuesday, December 5, 2023

চট্টগ্রাম দেওয়ানহাট ব্রিজের নিচে একটি টায়ারের গোডাউনে আগুন।

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট ব্রিজের নিচে একটি টায়ারের গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটসহ স্থানীয় জনতারাও যোগ দেন। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে রেললাইনের পাশে ওই গোডাউনে আগুন লাগায় রেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলে রেল চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ জানান, দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাটে টায়ারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে প্রায় ২ ঘণ্টা পর ওই টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণ করে। তবে
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মী।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ