সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে প্রোল্টি ফার্মের সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ শাহারিয়া (৩)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ৩০ মে সকাল ৮টার দিকে উপজেলার সেগুনবাগিচা ৬নং ওয়ার্ড আব্দুল গফুরের ফার্মে এ ঘটনা ঘটে। শিশু শাহারিয়া ওই এলাকার কাইছার হামিদের সন্তান।
নিহতের স্বজন’রা জানান,বাড়ির পাশে কামরাঙ্গা কুড়াতে গিয়ে আব্দুল গফুরের প্রোল্টি ফার্মের এলোমেলো ফেলে রাখা বিদ্যুৎ সংযোগ শিশুর গলায় পেঁচিয়ে যায়।সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।এসময় তার মা বাঁচাতে এগিয়ে আসলে তিনিও গুরুতর আহত হয়।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান,শিশুটি কামরাঙ্গা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে বলে জানাগেছে।লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়া দিন।