মো. মোরশেদ :
দেশে ক্রমেই বাড়ছে ফিস্টুলা রোগীর সংখ্যা। এসব রোগীদের সেবা দেয়ার লক্ষ্যেই উদ্বোধন হলো হোপ মেটারনিটি অ্যান্ড ফিস্টুলা সেন্টার। মঙ্গলবার বিকেলে বেসরকারি সংস্থা হোপ ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দায় এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রতিটি মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে, এতে করে মাতৃমৃত্যু, শিশুমৃত্যুসহ বিভিন্ন রোগবালাই কমে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানর শুরুতে হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. ইফতিখার উদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশে একমাত্র আধুনিক ফিস্টুলার এই চিকিৎসা কেন্দ্রটি রেফারেল সেন্টার হিসেবে কাজ করবে। এখানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, ফিস্টুলার সার্জারি, সার্জনদের প্রশিক্ষণ ও গবেষণা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হোপ ফাউন্ডেশনের মেম্বার বোর্ড অব ডিরেক্টরস ডাঃ সিরাজুল ইসলাম শিশিরের সভাপতিত্বে ও হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদ-উজ্জামান এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান সহ অনেকে বক্তব্য রাখেন।