সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া :
ট্রাক চাপায় নিহত রামিমের মায়ের কান্না যেন থামছেই না। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা। নিহত শিশু রামিমের বাবা তাদের ছেড়ে চলে যাওয়ার পর অনেকটা বাবার আদর ও মায়ের ভালবাসা দুইটায় দিয়ে দুই ভাই বোনকে লালন পালন করে আসছিলেন মা মরিয়ম জান্নাত ।
চকরিয়ার হারবাংএ স্কুলের যাওয়ার সময় ট্রাকের চাপায় মারা যায় ৯ বছর বয়সী ইকবাল হাশেম রামিম। এসময় তার সাথে ছিলেন ১১ বছর বয়সী বোন রিয়া।
নিহত রামিম হারবাং কুসুমকলি শিক্ষা নিকেতনে চতুর্থ শ্রেনীর ছাত্র।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হারবাং ইনানী রিসোর্টের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান শিশুটি।
চকরিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কান্তি রুদ্র জানানা,এ ঘটনা ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করতে পারিনি পুলিশ।
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের হারবাং এলাকায় প্রায়শ ঘটে দূর্ঘটনা। গেল ৫ মাসে সড়ক দূর্ঘটনায় হতাহত হয়েছে অন্তত ১০ জন।