Saturday, April 20, 2024

কুতুব‌দিয়ায় পুকুরে ডু‌বে ভাই-‌বো‌নের মৃত‌্যু

আবুল কাশেম

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় পা‌নি‌তে ডু‌বে দুই শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। গোসল করতে নেমে পুকুরের পানিতে তলিয়ে গিয়ে এ দু’জনের মৃত্যু হয়। নিহত দুই শিশু আপন ভাই-‌বোন ব‌লে জানিয়েছে স্থানীয় ইউপি সদস্য।

ইউপি সদস্য জালাল আহমদ শিশু মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় দিদারের ছেলে ও মেয়ের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

বৃহস্প‌তিবার (৪ এ‌প্রিল) বিকেলে উপ‌জেলার লেমশীখালী ইউ‌নিয়‌নের নয়া‌ঘোনা গ্রা‌মে পা‌নি ডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়।

প্রত‌্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্র জানায়, বৃহস্প‌তিবার বিকাল সা‌ড়ে ৩ টার দি‌কে লেমশীখালীর নয়াঘোনা গ্রা‌মের মো. দিদা‌রের মে‌য়ে শা‌হিদা আক্তার (১১) ও  শিশু পুত্র রা‌কিবুল হাসান (৬) বা‌ড়ির পা‌শের পুকু‌রে গোসল কর‌তে‌ গি‌য়ে তলিয়ে যায় তারা।

প‌রে তা‌দের‌ পুকুর থে‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা হাসপাতা‌লে নেয়া হ‌লে কর্তব‌্যরত চিকিৎসক শিশু দু’‌টি মৃত ব‌লে জানান।

কর্তব্যরত চিকিৎসক ডা. শোভন দাস জানান, পানিতে ডুবে যাওয়া দু’শিশুকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page