Thursday, December 7, 2023

ঈদগাঁওতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:

কক্সবাজারের ঈদগাঁও থেকে মনিরুল ইসলাম (১০)নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ (সোমবার) সকাল ৮ টায় তার মৃতদেহটি উদ্ধার করে বলে জানান স্থানীয় এম ইউপি আব্দুল হাকিম।নিহত মনিরুল ইসলাম ঈদগাঁও ইউনিয়নের উত্তর শিয়া পাড়ার মামুন অর রশিদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী বরাত দিয়ে এম.ইউ.পি আবদুল হাকিম হাকিম জানান, মনিরুল ইসলাম গতকাল রবিবার সন্ধ্যায় সহপাঠীদের সাথে খেলাধুলা করে উত্তর শিয়া পাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে আত্মীয় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিলেও তাকে পাইনি।

আজ সকাল ৮ টার দিকে স্থানীয় এক মুরব্বি ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন পরে স্থানীয়দের সহযোগীতায় মৃতদেহ উদ্ধার করে।

এম ইউপি আব্দুল হাকিম আরো বলেন, ঘটনাটি স্থানীয় থানা পুলিশকে অবগত করা হয়েছে পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রশাসনিক প্রক্রিয়া ছাড়া দাফন কাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ