Wednesday, December 6, 2023

চকরিয়ায় মারসা গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা কলেজ গেইট এলাকায় যাত্রীবাহী মারসা গাড়ির ধাক্কায় মো:রাকিব (১৮)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।সে ডুলাহাজারা কলেজের শিক্ষার্থী ছিল।

রবিবার ২৮ মে দুপুর দেড় টার দিকে উপজেলার ডুলাহাজারা কলেজের সামনে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় একই দিন দিবাগত রাত দেড়টার তার মৃত্যু হয়।

কিশোর রাকিব ডুলাহাজারা ৫নং ওয়ার্ড বালুরচর এলাকার মোহাম্মদ মনছুর আলমের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানান,চট্টগ্রাম মুখি বেপরোয়া গতির যাত্রীবাহী মারসা গাড়ির ধাক্কায় কক্সবাজার মুখি মোটরসাইকেল আরোহী গুরুতর হয়।তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশস্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।সেখানে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মাকসুদ আহামদ জানান,গাড়ির চালক পালিয়ে গেলেও মারসা গাড়িটি জব্দ আছে।শিক্ষার্থী রাকিব মোটরসাইকেল যুগে কলেজ থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে।
বিষয়টা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ