Wednesday, December 6, 2023

তিন বন্ধু হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও :

টেকনাফে পাত্রী দেখতে গিয়ে তিন বন্ধুকে অপহরণ পূর্বক হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাজারের ডিসি সড়কে দক্ষিণ পাশে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন।

কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ইউছুপের স্ত্রী, মেয়ে, ভাই ও রুবেলের কন্যা শিশু, বোন কান্না জড়িত কণ্ঠে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

এ সময় বক্তারা জেলার আইনশৃঙ্খলা অবনতি হওয়ার পিছনে রোহিঙ্গাদের দাবি করে বলেন, এ ঘটনার পেছনের অপরাধীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, বিএনপি নেতা মামুন সিরাজুল মজিদ, মোস্তফা প্রমুখ।

ওই প্রতিবাদী আয়োজনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ