Thursday, May 23, 2024

রমজানে কক্সবাজারে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

তাপপ্রবাহ না থাকলেও রমজানে জনজীবনে ছিল রোদের দাপট। তবে ঝোড়ো হাওয়ার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি কক্সবাজারের বিভিন্ন জায়গায় এনে দিল স্বস্তি।

রাত সাড়ে বারোটার পর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এছাড়া কক্সবাজার শহরেও দেখা মিলে স্বস্তির বৃষ্টির।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে

অধিদফতরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page