Monday, May 20, 2024

ঘরে ফিরলেন উখিয়া সীমান্তে নিখোঁজ জেলে, বিস্মিত এলাকাবাসী!

শামীমুল ইসলাম ফয়সাল :

বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকা।ওপারের অস্থিরতার রেশ পড়া রহমতের বিল গেলো কিছু দিন ধরে শান্ত।

এমন পরিস্থিতিতে দীর্ঘদিন পর রহমতের বিল সীমান্তে মিয়ানমার লাগোয়া নাফ নদীর ছোট অংশে মাছ আহরণে যান স্থানীয় জেলে ওসমান গণি।

রবিবার (১৭ মার্চ) সকালে ওসমান সেখানে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান, তার সাথে যাওয়া তিন সঙ্গী ফিরলেও তিনি ফিরেন নি।

পালংখালীর ৫নং ওয়ার্ড এর আবুল কালামের পুত্র ওসমানের এমন না ফেরা, উৎকন্ঠা তৈরি করে তার পরিবার সহ এলাকার সাধারণ মানুষদের মাঝে। তার নিখোঁজের সংবাদ প্রচার পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অবশেষে ৩২ ঘন্টা পর নিজ গ্রামে ফিরেন ওসমান, এলাকাবাসীদের সাথে কুশলাদি বিনিময় করেন হাসিমুখে।

অম্লান হাসির সাথে আতংকের অবয়ব নিয়ে ওসমান ক্যামেরার সামনে কথা বলতে পারছিলেন না।

তিনি টিটিএনকে জানান, পথভ্রষ্ট হয়ে মিয়ানমারে চলে গেলে সেখানকার স্থানীয়দের সাথে তার দেখা হয়।

তাদেরকে সাথে থাকা বাংলাদেশি পরিচয়পত্র দেখান ওসমান। পরে ঔ স্থানীয়রা খেতে দেওয়ার পাশাপাশি সীমান্তের তুমব্রু পয়েন্টে পৌঁছে দিলে ওসমান চলে আসেন এপারে।

এমন প্রত্যাবর্তনে বিস্মিত পালংখালীর বাসিন্দারা। ওসমানের এলাকার বয়োবৃদ্ধ আব্দুর রহিম (৫৫) বলেন, “আমরা কল্পনাও করিনি সে ফিরে আসবে। তার একটি মেয়ে আছে, আমরা সবাই প্রার্থনা করেছি তার জন্য। ”

গত ফেব্রুয়ারিতে ওসমানের মতোই মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন স্থানীয় জেলে মোস্তাফিজুর, ১৭ দিন পর মেলে তার মরদেহ।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page