Friday, April 12, 2024

চকরিয়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) বিকালে চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ পুকুরিয়া রেইন কমিউনিটি সেন্টার হলরুমে পৌরসভা আওয়ামী লীগের উদ্যােগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের একটি সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছেন। তারই কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করেছে। আমরা শেখ হাসিনার কর্মী। চকরিয়া পেকুয়া আওয়ামী লীগের ঘাঁটি করতে আমার অক্লান্ত পরিশ্রম আছে থাকবে। চকরিয়া আওয়ামী লীগের দখলে থাকবে।

পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা।

এসময় চকরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ছৈয়দ আলম,এম আর চৌধুরী,ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দীন হেলালী,চিরিংগার ইউপি চেয়ারম্যান জামাল হোসাইন চৌধুরী,পৌরসভা আওয়ামী লীগনেতা মুজিবুর রহমান লিটন,রেজাউল করিম, ফেরদৌস ওয়াহিদ,পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো:হুমায়ন,স্থানীয় কাউন্সিলর বেলাল উদ্দীন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন পৌর শহরের সোসাইটি বায়তুল মাওয়া জামে মসজিদের খতিব হাফেজ বশির আহমদ।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page