Wednesday, December 6, 2023

ম্যাকের আয়োজনে রিপন বড়ুয়া অর্নবের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

আসিফুজ্জামান সাজিন:

মিউজিক্যাল আর্টিস্ট এসোসিয়েশন কক্সবাজার (ম্যাক) এর আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে রিপন বড়ুয়ার স্বরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন , জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল, মিউজিক্যাল আর্টিস্ট’স এসোসিয়েশন ম্যাক’র সভাপতি উত্তম পাল ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সহ নানা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে রিপন বড়ুয়াকে নিয়ে নানা স্মৃতি তুলে ধরেন।

এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন জানান রিপন বড়ুয়া অর্নব ছিলেন অসাম্প্রদায়িক চিন্তাধারার একজন বহুগুণে সম্মৃদ্ধ শিল্পী। অর্পন বড়ুয়ার মতো সর্বগুণেগুণান্বিত একজন শিল্পীর প্রয়াণ ভোগাচ্ছে জেলার সাংস্কৃতিক অঙ্গনকে।

তাঁর রেখে যাওয়া নানা কাজ সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দেন সভায় আগত অতিথিরা। তাঁর মতো বিনা চিকিৎসায় যেনো আর কোনো শিল্পীকে হারাতে না হয় সে বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখার আহ্বান জানান বক্তারা।

মিউজিক্যাল আর্টিস্ট’স এসোসিয়েশন কক্সবাজার- ম্যাক এর সভাপতি বলেন পরবর্তী বছরে আরও বড় পরিসরে রিপন বড়ুয়া অর্নবের স্বরণ সভা পালন করা হবে।

রিপনের মতো গুণী শিল্পীদের স্বরণে রাখার জন্য অনুরোধ করেন স্বরণ সভায় আগত শিল্পীরা। পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদের সুসংগঠিত করে নানা বিপদেআপদে সাহায্য করার আহ্বান ও জানানো হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ