Wednesday, May 29, 2024

বাসটার্মিনালের ইসলামাবাদে জমির বিরোধের জেরে হামলা,ভাংচুর,গোলাগুলি

তানভীর শিপু :

কক্সবাজার শহরের বাস টার্মিনালের ইসলামাবাদ এলাকায় জমির বিরোধ নিয়ে একজনকে গুলি করে এবং আরেকজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সেই সাথে ১০-১২ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

শনিবার (৯ মার্চ) রাত ১২টার দিকে বাস টার্মিনালের পাশে ইসলামাবাদে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, আমিন নামের এক ব্যাক্তির পৈত্রিক সম্পত্তি দখলে নিতে স্থানীয় ছৈয়দ করিম,আবুল কালাম, নুরুর নেতৃত্বে হামলাটি চালানো হয়। হামলার সময় সিসিটিভি ক্যামেরাও খুলে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অতর্কিত অবস্থায় ১০,১৫ জন লোক মুখোশধারী মানুষ এসে প্রথমে জমির দারোয়ান মোহাম্মদ সরওয়ারের বাড়িতে হামলা চালায়। সেখানে কয়েকজন মহিলাকে আহত করা হয়। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরে স্থানীয় লবকুশের বাড়ির পাশে মন্দিরের জানালার কাঁচও ভাঙা হয় বলে দাবি করছেন মন্দিরের পুরোহিত । পরে ওই পুরোহিত ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে কক্সবাজার সদর মডেল থানার কয়েকটি টিম।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page