Wednesday, May 29, 2024

চিরনিদ্রায় শায়িত হলেন গর্জনিয়ার আওয়ামী লীগ নেতা সুলতান চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি:

সবাইকে শোক সাগরে ভাসিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন আলহাজ্ব সুলতান আহমদ চৌধুরী। তিনি রামু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বৃহত্তর গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান মরহুম ইসলাম মিয়া চৌধুরীর প্রথম পুত্র।

শনিবার (৯ মার্চ) সকাল নয়টায় গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় নানা শ্রেণিপেশার মানুষের ঢল নামে। নামাজে ইমামতি করেন আমির আলি চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবু বক্কর।

নামাজের আগে মরহুমের ভাতিজা পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় তাঁর স্মৃতিচারণ করে বক্তব্য দেন- রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভু্ট্টো, মরহুমের ছোট ভাই হাবিব উল্লাহ চৌধুরী, নিকটাত্মীয় এডভোকেট কায়ছার কামাল চৌধুরী প্রমুখ।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে শায়িত হন মরহুম সুলতান আহমদ চৌধুরী।

উল্লেখ্য, শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর স্ত্রী রামুর বিশিষ্ট জমিদার সুলতান আহমদ চৌধুরীর কন্যা মরহুম আলহাজ্ব ছেনুআরা বেগম চৌধুরী।

মরহুম আলহাজ্ব সুলতান আহমদ চৌধুরী কর্মময় ও ধর্মভীরু পুরুষ ছিলেন। তিনি আমৃত্যু রামু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সিকদারপাড়া আমির আলি চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দীর্ঘদিনের সভাপতি ছিলেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page