Sunday, April 21, 2024

১৮ মিনিটে ১১০৮ শব্দের অমর কাব্য

টিটিএন ডেস্ক

৭ মার্চ ১৯৭১। ঢাকার রমনার রেসকোর্স ময়দান যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে অনুষ্ঠিত জনসভায় জাতির পিতার শেখ মুজিবুর রহমান দুপুর ২টা ৪৫ মিনিটে ঐতিহাসিক ভাষন শুরু করেন এবং বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন। ভাষণটির ছিলো ১৮ মিনিটের।

১৩টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “রাজনীতির কবি” হিসেবে উল্লেখ করে। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।সে দিনের জনসভায় ১০ লক্ষ লোক উপস্থিত ছিলো। আর পুরো ভাষন টি ছিলো এগারোশো আট শব্দের। উইকিপিডিয়া ও সে সময়রের গনমাধ্যমে প্রাপ্ত সূত্রে এ তথ্য জানা গেছে। এই এগারোশো আট শব্দের মাঝেই নিহীত ছিলো বাঙ্গালী জাতির মহান স্বাধীনতার বীজ যা প্রস্ফুটিত হয় একাত্তুরের ১৬ ডিসেম্বরের চুড়ান্ত বিজয়ে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page