Thursday, May 23, 2024

টেকনাফে খাল থেকে বস্তায় মোড়ানো মরদেহ উদ্ধার!

ফরহাদ মাহমুদ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকার কায়ুকখালী খালে ভাসমান অবস্থায় গলায় বস্তা মোড়ানো এক যুবকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় কায়ুকখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।

ওসি ওসমান গনি জানান, নিহত যুবক মোস্তাক আহমদ (২৬) টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া কাটাবুনিয়া এলাকার নুরুজামানের পুত্র। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।

ওসি বলেন, বুধবার দুপুরে কায়ুকখালী খালে মাছ ধরছিলেন স্থানীয় এক জেলে। এক পর্যায়ে তিনি খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

নিহতের বড় ভাই মোজাহার মিয়া জানান, ‘একটি ব্যাটারি চালিত টমটম (ইজিবাইক) ক্রয়-বিক্রয় নিয়ে টেকনাফ সদর গোদার বিলে অবস্থানরত নাছির নামের এক মিস্ত্রি আমার ভাইকে ৩/৪ দিন আগে ডেকে নিয়ে যায়। তখন থেকে ভাইয়ের মোবাইল নাম্বার বন্ধ ছিল’।

পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে জানিয়ে মোজাহের মিয়া বলেন, ‘আমরা এঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page